
ফাইল ছবি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাবারের গুণগত মান ঠিক রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খাবারের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১ জুলাই থেকে এটি কার্যকর হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসি মহল বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক মহল বলেন, শুক্রবার প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় খাবারের দাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাবারের মান বাড়ানোর জন্যই আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের দাম বাড়ানো হয়েছে। আগের থেকে এখন চারটা বাড়ানো হয়েছে প্রতি বেলায়। সেই হিসেবে দুপুরের খাবার ২৪ টাকার পরিবর্তে ২৮ টাকা এবং রাতের খাবার ১৮ টাকার পরিবর্তে ২২ টাকা করা হয়েছে।
তিনি আরো বলেন, খাবারের মান বাড়ানোর শর্তে এমন দাম বাড়ানো হয়েছে। তবে ডাইনিংয়ে খাবারের মান বাড়ানোর জন্য এক সপ্তাহ আলাদা আলাদা খাবারের মেনু তালিকা প্রস্তুত করা হবে। ওই তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হবে। বিষয়টি তদারকির জন্য একটি পরিদর্শক দল থাকবে। কোনো হল শর্ত না মানলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন তিনি।
আপন দেশ ডটকম/ আবা