Apan Desh | আপন দেশ

৯৫ অধ্যক্ষ ৩য় গ্রেডে উন্নীত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৪, ১৯ জুন ২০২২

৯৫ অধ্যক্ষ ৩য় গ্রেডে উন্নীত

ফাইল ছবি

সরকারি কলেজের ৯৫ জন অধ্যক্ষকে তৃতীয় গ্রেডে উন্নীত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে এসব অধ্যক্ষ চতুর্থ গ্রেডে ছিলেন। শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষা ক্যাডারে ৩য় গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ ছিল না। আজ রোববার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়।

জানা যায়, বি.সি.এস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি ৪র্থ গ্রেডের এবং সিলেকশন গ্রেডের মাধ্যমে ৩য় গ্রেডে যাওয়ার সুযোগ ছিল না। সরকারি কলেজসমূহের মধ্যে অনাস এবং অনার্স-মাস্টাস কলেজের বিভাগীয় প্রধানের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার, আবার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার। তাই প্রশাসনিক ভারসাম্য ও শৃঙ্খলার স্বার্থে বিভাগীয় শহরের ০৯টি কলেজ ও অন্যান্য জেলার ৮৬টি কলেজ মোট ৯৫ (পঁচানব্বই) টি কলেজের অধ্যক্ষ পদের বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেড থেকে ৩য় গ্রেডে উন্নীত করা হয়েছে।

এর আগে বিসিএস কর্মকর্তাদের একটি সভায় বিসিএস ক্যাডাররা চাকরি গ্রেডের বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন। সেই অনুষ্ঠানে মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ শিক্ষামন্ত্রীকে বলেন, আমার ছাত্র এখন যুগ্ম সচিব মর্যাদার অথচ আমরা বিসিএস শিক্ষা ক্যাডারদের গ্রেডের প্রমোশন হয় না।

অধিকাংশ শিক্ষা ক্যাডারদের অভিযোগ যড়যন্ত্রের মাধ্যমে এই ক্যাডারকে দাবিয়ে রাখা হয়েছে। 

আপন দেশ ডটকম / আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়