Apan Desh | আপন দেশ

১৪ টি সেক্টরে বিদেশী কর্মী নিয়োগে আইন সহজ করার কথা ভাবছে জাপান

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:২৬, ১৯ নভেম্বর ২০২১

আপডেট: ১০:১০, ২০ নভেম্বর ২০২১

১৪ টি সেক্টরে বিদেশী কর্মী নিয়োগে আইন সহজ করার কথা ভাবছে জাপান

আগামী ২০২২ সাল থেকে ১৪ টি সেক্টরে আরো বেশি করে দক্ষতা সম্পন্ন বিদেশী শ্রমিক আনতে চায় জাপান। এক্ষেত্রে দেশটির ২০১৯ সালের কার্যকর হওয়া আইনকে আরো সহজ করার জন্য সরকারের কেউ কেউ বলছেন।  

সুত্র থেকে জানা গেছে, বিদেশি শ্রমিক আনতে ২ বছর আগে করা আইনকে আরো সহজ করে শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলছেন সরকারের সংশ্লিষ্ট কেউ কেউ। তবে তারা আরো মনে করেন, যেকোনো ক্ষেত্রেই এই ১৪ টি সেক্টরে আসা শ্রমিকরা জাপানে স্থায়ীভাবে বসবাস যেন না করতে পারে তার প্রতিও নজর রাখতে হবে।

শ্রমিকরা যেন তাদের পরিবার নিয়ে জাপানে বসবাস করতে পারে এমন দাবীও উঠেছে অনেকগুলো জায়গা থেকে।
দেশটির আইনমন্ত্রনালয় বরার দিয়ে জানা গেছে, এ বিষয়ে সরকার এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। 

এ সম্পর্কে প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেন, এ বিষয়টি নিয়ে সরকার চিন্তা-ভাবনা করছে তবে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
২০১৯ সালের আইনকে আরো সহজ করার কথা বিবেচনায় রাখলেও যেকোন অবস্থায় তারা জাপানে বসবাসের সুযোগ পাবেনা বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের আইনটিতে প্রায় ৩ লক্ষ ৪৫ হাজার বিদেশি কর্মী জাপানে আনার কথা ছিল। 
 

আর এ/আর এ এস

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়