Apan Desh | আপন দেশ

করোনা বিপর্যয় কাটাতে এলডিপি ও তার শরিকদের সিদ্ধান্ত

১৮ বছরের কম বয়সীরা পাচ্ছেন ১০,০০০০ ইয়েন

প্রকাশিত: ০৯:৩০, ১০ নভেম্বর ২০২১

আপডেট: ১৫:২৬, ১০ নভেম্বর ২০২১

১৮ বছরের কম বয়সীরা পাচ্ছেন ১০,০০০০ ইয়েন

করোনাভাইরাস মহামারীতে অর্থনৈতিক সংকটে থাকা ১৮ বছর বয়সী অথবা তার চেয়ে কম বয়সী ব্যাক্তিদের প্রত্যেককে ১০,০০০.০০ ইয়েন দেবার সিদ্ধান্ত হয়েছে। 

এ নিয়ে গত কয়েকদিন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং এর অংশীদার দলের সঙ্গে দফায় দফায় আলোচনার পর মঙ্গলবার তারা এই সিদ্ধান্তে সম্মত হয়। জানা গেছে, এই অর্থ প্রত্যেককে নগদ এবং ভাউচারের সমন্বয়ে প্রদান করা হবে।

এটি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা'র নির্বাচনী প্রতিশ্রুত'র অর্থনৈতিক প্যাকেজের একটি অংশ।

মঙ্গলবার এলডিপি কার্যনির্বাহীদের এক বৈঠকে কিশিদা বলেন, "অর্থনৈতিক প্যাকেজ নিয়ে কোমেইটোর সাথে ব্যবস্থাগুলিকে ত্বরান্বিত করতে চান তিনি।"

এই মাসের মধ্যে ২০২১ অর্থবছরের জন্য প্রয়োজনীয় সম্পূরক বাজেট তৈরি করতে চান বলেও জানান কিশিদা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়