
ছবি: সংগৃহীত
গত বৃহস্পতিবার বিকাল ৬টায় চট্টগ্রামে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের “আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন-২০২২” অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম , মোঃ সাইফুল্লাহ্ রাসেল, উপমহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্রগ্রাম রেঞ্জ; ড. মনোয়ারা হাকিম আলী, পরিচালক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, মো. আলাউদ্দিন, মহাব্যবস্হাপক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের মহাব্যবস্থাপক জেড. এম. হাফিজুর রহমান। সম্মেলনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও ব্যাংকের অন্যান্য নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
কাংখিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকটিকে কিভাবে আরও গতিশীল ও গ্রাহক বান্ধব করা যায়, সে বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক বাস্তবভিত্তিক পরিকল্পনা উপস্থাপন করা হয়।
ব্যাংকটিকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রধান অতিথি সততা ও নিষ্ঠার সাথে সবাইকে একসাথে কাজ করার পরামর্শ দেন।