বলিউড অভিনেতা জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমার আইটেম সং ‘কুসু কুসু’। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে এটি। এতে বেলি ড্যান্সে ঝড় তুলেছেন নোরা ফাতেহি। তার নাচে মুদ্ধ দর্শক। এখন পর্যন্ত ২ কোটির বেশিবার দেখা হয়েছে এই গান। ‘কুসু কুসু’ গানটি লিখেছেন তানিস্ক বাগচী। গেয়েছেন জারা এস খান ও দেব নেগী।