
ছবি: আপন দেশ
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর দক্ষিণপাড়া এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার বিকেলে টিকরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক পৌর এলাকার টিকরামপুর আদর্শ মোড়ের মনিরুল ইসলামের ছেলে সাব্বির (২০)।
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, পূর্ব বিরোধের যের ধরে শুক্রবার বিকেল ৫ টার দিকে টিকরামপুর দক্ষিণপাড়া এলাকায় ৫-৬ জন দুর্বৃত্ত সাব্বিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাব্বির মারা যায়। এসময় এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
আপন দেশ ডটকম/ আবা