Apan Desh | আপন দেশ

নেত্রকোনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫০, ১৬ জুলাই ২০২২

নেত্রকোনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফাইল ছবি

নেত্রকোনার বারহাট্টায় পুকুরে ডুবে ইমরান নামের ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরে বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমরান সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল জলিলের ছেলে।

জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে নানাবাড়ি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে মায়ের সঙ্গে যায় শিশুটি। শুক্রবার সকালে খেলার সময় বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে বেশ কিছুক্ষণ মা এবং স্বজনরা শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ি আঙিনায় খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটি ভেসে উঠে। স্বজনরা দ্রুত উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বারহাট্টা থানার ওসি লুৎফুর রহমান জানান, সোমবার ইমরান হোসাইনকে নিয়ে তার মা নিশ্চিন্তপুর গ্রামে বাবার বাড়ি বেড়াতে যান। মৃত শিশুটিকে হাসপাতাল থেকে বাবার বাড়ি ঝাউসি এলাকায় নেয়া হয়েছে।

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়