Apan Desh | আপন দেশ

রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৭, ১৬ জুলাই ২০২২

রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

ফাইল ছবি

রাজধানীতে বাসের ধাক্কায় রিকশা আরোহী এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম ইব্রাহীম বিশ্বাস (২৪)। শনিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে শাহবাগ থানাধীন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইব্রাহীমের বরিশাল উজিরপুর উপজেলার বিশ্বাসবাড়ি গ্রামের সান্টু বিশ্বাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ডিউটি অফিসার (এসআই) রাজু মুন্সি জানান, ভোরে সোনারগাঁ হোটেলের সামনে রাস্তায় একটি বাস ওই রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই যুবক সড়কে ছিটকে পড়ে গেলে তার ওপর দিয়ে বাসটি চলে যায়।

তিনি আরও জানান, গুরুতর অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরই বাসটি পালিয়ে গেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়