Apan Desh | আপন দেশ

অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৬, ১৫ জুলাই ২০২২

অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

ফাইল ছবি

কুমিল্লার লাকসাম উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নাসির উদ্দীন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার ( ১৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার মুদাফরগঞ্জ-চিতোষী সড়ক মাওলানা সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির রাজাপুর নাসা হাসপাতালে প্যাথলজি বিভাগে চাকরি করতেন। তিনি মনোহরগঞ্জ উপজেলা নাথেরপেটুয়া ইউনিয়নের ভরল্লা গ্রামের আবু সায়েদের ছেলে।

নিহত নাসির উদ্দীনের মামাশ্বশুর আজহার মজুমদার যুগান্তরকে জানান, বৃহস্পতিবার হাসপাতালের কাজ শেষ করে মাওলানা সাহেববাজারে যাচ্ছিলেন।  এ সময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

লাকসাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়