
প্রতিকী ছবি
সিলেটের ওসমানী নগরে পুকুরের পানিতে ডুবে সুমায়েল আহমদ (৫) ও জাকিয়া সুলতানা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের কামারগাঁও গ্রামের মাহমদ আলীর পুকুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু সুমায়েল কামারগাঁ গ্রামের ফাতির আহমদের ছেলে ও জাকিয়া একই গ্রামের ফুসবা বেগমের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, এদিন দুপুরে পারিবারের লোকজনের দৃষ্টি এড়িয়ে পুকুরে পানিতে নেমে সুমায়েল ও জাকিয়া ডুবে যায়। একপর্যায়ে পরিবারের লোকজন পুকুরে খোঁজাখুঁজির পর শিশু দুটির মরদেহ উদ্ধার করে থানা পুলিশকে অবহিত করেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
আপন দেশ ডটকম/ আবা