
ছবি: আপন দেশ
মানিকগঞ্জের সিংগাইরে নিজের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে সিংগাইর জয়মন্টপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত শহিদুল ইসলামের বাড়ি সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর দুর্গাপুর এলাকায়।
এসআই মাসুদ রানা জানান, গত ২৪ জুন বাড়ি ফাঁকা পেয়ে শহিদুল ইসলাম তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। ১৩ জুলাই আবারও ধর্ষণের সময় তার স্ত্রীর হাতে ধরা পড়ে। এসময় তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে শহিদুল পালিয়ে যায়। এ ঘটনায় ওই রাতে মেয়েটির মা বাদী হয়ে সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন।
মামলার পর অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আজ আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
আপন দেশ ডটকম/ আবা