Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৬, ১৩ জুলাই ২০২২

টাঙ্গাইলে নবজাতকের মরদেহ উদ্ধার

ছবি: আপন দেশ

টাঙ্গাইলে বাসাইলে বিলের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ জুলাই)  দুপুরে বাসাইল ফায়ার সার্ভিস স্টেশন এলাকার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, দুপুরে বিলের পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাসাইল থানার এসআই হাবিবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতক কন্যা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, ৫ থেকে ৭ দিন আগে নবজাতক শিশুটিকে নদীতে ফেলে দেয়া হয়। পরে লাঙ্গুলিয়া নদীর পানির স্রোতের সঙ্গে মরদেহটি এখানে ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়