Apan Desh | আপন দেশ

চাষাঢ়ায় সোনালী ব্যাংকে অগ্নিকাণ্ড

নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৬, ১১ জুলাই ২০২২

চাষাঢ়ায় সোনালী ব্যাংকে অগ্নিকাণ্ড

ছবি: আপন দেশ

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১০টায় ব্যাংকের দ্বিতীয় তলায় অভ্যন্তরে ভুলবশত চালু করে রেখে যাওয়া ফ্যান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

জানা গেছে, ব্যাংকের দায়িত্বরত পুলিশ সদস্যরা আগুন দেখতে পেয়ে তা নেভাতে শুরু করেন। এর মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া ইউনিটের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া স্টেশনের কর্মকর্তা হামিদুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। ভেতরে কেউ হয়তো একটা ফ্যান চালু করে রেখে গিয়েছিলো সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।

তিনি আরও জানান, আগুনে কিছু কাগজপত্র পুড়ে গেছে। ফ্যানটি যেখানে পড়েছে সেই কম্পিউটারটি বন্ধ থাকলেও এতে বিদ্যুৎ সংযোগ চালু ছিলো। এতে একটি চেয়ারও পুড়ে গেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

আপন দেশ ডটকম / আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়