
প্রতিকী ছবি: আপন দেশ ডটকম
বগুড়ার শাজাহানপুরে খাল থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার জালশুকা খাউড়া খালের কচুরিপানার সঙ্গে মরদেহ ভাসছিল।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, উপজেলার খাউড়া খালে কচুরিপানার সঙ্গে এই যুবকের মরদেহ ভাসছিল। স্থানীয়রা দেখার পর পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিন থেকে চারদিন ধরে মরদেহটি খালে ভাসছিল। মরদেহের শরীরের বিভিন্ন অংশ থেকে চামড়া পচে খসে পড়ছে। মরদেহে আঘাতের চিহ্ন চোখে পড়েনি।
ধারণা করা হচ্ছে মৃত যুবকের বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
আপন দেশ ডটকম/ আবা