
প্রতিকী ছবি: আপন দেশ
জামালপুরের ইসলামপুরে গোয়ালেরচর গ্রামে মোস্কাকিম মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল দুই বছর। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে বানের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর গ্রামের আমিনুল ইসলামের শিশু পুত্র মোস্কাকিম। ঘটনার দিন দুপুরে বাড়ী পাশেই খেলার করছিলেন। কোন এক সময় পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে আনেন। শারিরীক পরীক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আপন দেশ ডটকম/ আবা