
প্রধান আসামি মো. আমজাদ হোসেন
সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাতে র্যাব-১১ এর উপ-পরিচালক কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামি আমজাদ ভোলার চরমনসা গ্রামের রুহুল আমিন চৌকিদারের ছেলে।
র্যাব জানায়, গত ১ মে ভোলার ইলিশা ঘাটে হবু স্বামীকে নিয়ে অটোরিকশাযোগে নিজ বাড়িতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হন এক নারী।
ওই নারী বাদী হয়ে গত ৮ মে ভোলা জেলার সদর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার এজহারে বলা হয়, দুই সহযোগীসহ গ্রেফতার আমজাদ হোসেন তাদের অটোরিকশার গতিরোধ করে। একপর্যায়ে তাদের দুজনকে নামিয়ে একটি নির্মানাধীণ ভবনে নিয়ে তার হবু স্বামীকে মারধর করে একটি রুমে বেঁধে রাখে এবং তাকে অন্য রুমে নিয়ে গিয়ে তিনজন মিলে ধর্ষণ করে। এ সময় তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয় ধর্ষকরা।
র্যাব জানায় গ্রেফতার আসামি আমজাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ ধর্ষষের বিষয়টি স্বীকার করে। তাকে ভোলা সদর মডেল থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ ডটকম/ আবা