Apan Desh | আপন দেশ

মধ্যরাতে ডাকাত আতঙ্ক!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২২, ১৯ জুন ২০২২

আপডেট: ১২:২২, ১৯ জুন ২০২২

মধ্যরাতে ডাকাত আতঙ্ক!

ছবি : আপন দেশ

বন্যাকবলিত সিলেটে হঠাৎ করেই মধ্যরাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার পরপরই জেলার বিভিন্ন এলাকার মসজিদের মাইকে ডাকাতির আশঙ্কার কথা জানিয়ে সকলকে সচেতন থাকার কথা জানানো হয়। 

একদিকে বানের পানিতে বিপর্যস্ত জীবন অন্যদিকে হঠাৎ করেই সিলেট নগরীর বাঘবাড়ি, মেজরটিল্লা, আখালিয়া ঘাট, শামীমাবাদ ও কানিশাইল এলাকায় হঠাৎই ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হঠাৎ ডাকাতির আতঙ্ক দেখা দিলে মসজিদের মাইকে ঘোষণার পাশাপাশি মানুষের চিৎকার-চেচামেচির শব্দে আশপাশের এলাকায় তা ছড়িয়ে পড়ে। সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ডাকাতির ঘটনার কথা জানিয়ে অনেকেই পোস্ট করেছেন।

ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়লে মসজিদে মাইকিংয়ের পর সিলেট নগরীর বেশিরভাগ এলাকার মানুষ লাঠি, পাইপ বা রড ইত্যাদি নিয়ে রাস্তায় নেমে আসেন। অপরিচিত কাউকে পেলে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সকলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলী মাহমুদ গণমাধ্যমকে জানান, আমরা ডাকাতির খবর পেয়ে এসেছি। আপাতত এছারা আর কিছু জানি না। পরে বিস্তারিত জানাব।

জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ আতঙ্কিত হবেন না, মাঠে পুলিশ নেমেছে। রাত সোয়া ৩টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও ডাকাতির ঘটনা ঘটেনি। আপনারা চোখ-কান খোলা রাখবেন এবং সতর্ক থাকবেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আমরা দিনরাত ২৪ ঘণ্টা আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি। কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে আছি। 

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়