Apan Desh | আপন দেশ

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৩০ ঘর পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০২, ১৮ জুন ২০২২

আপডেট: ১৬:০৫, ১৮ জুন ২০২২

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৩০ ঘর পুড়ে ছাই

ছবি : আপন দেশ

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রাতে আগুনে পুড়ে গেছে দুইটি কলোনির অন্তত ৩০টি ঘর। ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, সকাল সোয়া ছয়টার দিকে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় একটি কলোনির ঘরের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। পরে তা মুহূর্তেই এ আগুন কলোনির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এ সময় দুটি কলোনির অন্তত ৩০টি ঘর মালামালসহ পুড়ে যায়।

আপন দেশ/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়