
প্রতিকী ছবি
সিলেটের বিশ্বনাথে নৌকা ডুবে বন্যার পানিতে মায়ের কোল থেকে ভেসে গেছে এক বছরের কন্যাশিশু। শুক্রবার বিকেলে রামপাশা ইউনিয়নের রামপাশা বাজারের পশ্চিমের হাওরে এ ঘটনাটি ঘটে। ওই শিশু উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল জমশেরপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর জানান, প্রায় ২-৩ দিন আগে ওই মেয়েটি অসুস্থ হলে তার মা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বন্যার পানিতে নিমজ্জিত হয়ে যায়। এসময় মেয়ের মা নৌকায় করে বাড়িতে নিয়ে যাওয়ার পথে নৌকা ডুবে গেলে পানির স্রোতে মায়ের কোল থেকে স্রোতে ভেসে যায় শিশুটি। মেয়েটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে সিলেটে টানা বৃষ্টি এবং অব্যাহত পাহাড়ি ঢলের কারণে বেড়েই চলেছে বন্যার পানি। শনিবার এরইমধ্যে সিলেট নগরীসহ অনেক উপজেলা পানিতে পুরোপুরি প্লাবিত। এছাড়া প্রবল বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে ওই জেলার সবকয়টি বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করা হয়েছে। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই দুইটি জেলা।