
আদমজী ইপিজেডের গ্যাস লাইনে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের গ্যাস লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
শুক্রবার দুপুর ১২ টায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগার তথ্য আসে। পলমল গ্রুপের ভবন নির্মাণের পাইলিং করার সময় গ্যাস লাইন ফেটে গিয়ে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানা জায়।
আগুন নিয়ন্ত্রণে আদমজী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। বেলা ১টায় এখবর লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেও জানান তিনি।
আপন দেশ/ আপা