
আত্মহননকারী প্রেমিক রবিউল
রাজশাহীর তানোরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অবস্থান নেওয়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক রবিউল ইসলাম। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৬টার দিকে রাজশাহীর তানোর উপজেলার প্রকাশনগর টকটকিয়াপাড়া গ্রামে।
প্রেমিকের মৃত্যুর পর এলাকা ছেড়ে পালিয়েছেন প্রেমিকা। এ ঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। দুপুরে মৃতের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রকাশনগর টকটকিয়া গ্রামের সাজাহান আলীর পুত্র রবিউল ইসলামের সঙ্গে একই এলাকার এক তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ অবস্থায় দেড় বছর আগে প্রেমিকার অন্যত্র বিয়ে দিয়ে দেয় তার পরিবার। কিন্তু ওই প্রেমের সম্পর্কের সূত্র ধরেই বিয়েবিচ্ছেদ হয়ে যায় প্রেমিকার। এরপর থেকেই প্রেমিক তানোরের বাইরে গিয়ে থাকতে শুরু করলেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। তবে বিয়ের কথা বললেই এড়িয়ে যেতেন প্রেমিক।
বুধবার রাতে প্রেমিক তার নিজ বাড়ি প্রকাশনগর টকটকিয়াপাড়ায় আসার খবর পেয়ে প্রেমিকা ভোর ৫টার দিকে প্রেমিক রবিউলের ঘরে ঢুকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। প্রায় ১ ঘণ্টা পর প্রেমিক তার নিজ ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে ঢুকে তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ সময় বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন রবিউলকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
মুণ্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ রানা বলেন, এ বিষয়ে তানোর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই প্রেমিকাকে পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।
আপন দেশ/ আবা