
ছবি : আপন দেশ
বাসযোগ্য শহরের তালিকায় ১৭২টি শহরের মধ্যে ১৬৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত ২০২২ সালের সূচকে এ তথ্য জানিয়েছে।
বাসযোগ্যতার সূচকে এ বছর ঢাকার স্কোর ১০০ নম্বরে মধ্যে ৩৯ দশমিক ২। আগের বছর ঢাকার প্রাপ্ত স্কোর ছিল ৩৩ দশমিক ৬। করোনা মহামারির বিধিনিষেধ প্রত্যাহার করার কারণে ঢাকার স্কোর বেড়েছে বলে জানিয়েছে ইআইইউ।
বিভিন্ন শহরের স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় বিবেচনায় নিয়ে ইআইইউ প্রতি বছর বাসযোগ্যতার এ তালিকা তৈরি করে থাকে।
তবে আগের বছরের চেয়ে বাসযোগ্য শহরের তালিকায় তিন ধাপ এগিয়েছে ঢাকা। ২০২১ সালের সূচকে ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ১৩৭তম।
তালিকার একেবারে শেষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক। শেষের দিকে থাকা ১০টি শহরের মধ্যে অবকাঠামোতে সবচেয়ে কম স্কোর রয়েছে ঢাকার-মাত্র ২৬ দশমিক ৮।
আগের বছর ১২তম স্থানে ছিটকে পড়া অস্ট্রিয়ার ভিয়েনা আবার শীর্ষ স্থানে ফিরে এসেছে। লকডাউনের কারণে জাদুঘর ও রেস্তোরাঁ বন্ধ করে আগের বছর ইউরোপের শহরের এই অবনতি হয়েছিল। ২০১৮ ও ২০১৯ সালেও বাসযোগ্য শহরের শীর্ষে ছিল ভিয়েনা।
আগের বছর শীর্ষ থাকা নিউজিল্যান্ডের অকল্যান্ড এবার ৩৪তম স্থানে নেমে গেছে। লিকায় দ্বিতীয় হয়েছে কোপেনহেগেন। জুরিখ ও ক্যালগারি যৌথভাবে তৃতীয় হয়েছে। শীর্ষ ১০ শহরের বেশির ভাগই পশ্চিম ইউরোপ ও কানাডার শহর। শীর্ষ ১০ শহরের ছয়টি ইউরোপের।
আপন দেশ ডটকম/আবা