Apan Desh | আপন দেশ

আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী ও অভিষেক প্রস্তুতি সভা

বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৩:১১, ১২ জুলাই ২০২২

আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী ও অভিষেক প্রস্তুতি সভা

সরবরাহকৃত ছবি

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই-এর ঈদ পূর্ণমিলনী ও অভিষেক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় আরব আমিরাতের শারজাহ প্রদেশের হুদাইবিয়া রেস্তোরাঁয় সংগঠনটির নবনির্বাচিত কমিটির সভাপতি শিবলি আল সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির পরিচালনায়, আগামি ২৯ জুলাই অভিষেক পূর্ব প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন সংগঠনটির সদস্যরা।

এ সময় সংগঠনটির প্রচার সম্পাদক মুহাম্মদ শাহজাহান এর পিতা ফজল করিমের মৃত্যুতে শোক সভা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় সংগঠনটির নেতৃবৃন্দ আসন্ন অভিষেক অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময়, কর্ম বণ্টন ও দিকনির্দেশনা দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মোদাচ্ছের হোসেন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইছমাঈল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহজাহান, সদস্য মো. ওসমান চৌধুরী, ইরফানুল ইসলাম, খোরশেদুল আলম জাসেদ, আশরাফুল ইসলাম ভূঁইয়া, এস এম শাফায়েত ও নওশের আলম সুমন।

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়