
ফাইল ছবি
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় কানাডায় স্থানীয় সময় শনিবার উদযাপিত হল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঈদ উপলক্ষ্যে এক ভিডিও বার্তায় সালাম বিনিময়ের মাধ্যমে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
কানাডায় মুসলিম সম্প্রদায়ের এই প্রধান ধর্মীয় উৎসবে মুখরিত হয়ে ওঠে চারদিক। ঈদুল আযহার প্রাক্কালে অর্থাৎ চাঁদরাতে টরন্টোস্থ বাংলাটাউন খ্যাত ড্যানফোর্থে শত শত মানুষের ভিড় জমে।
দেশটির বাণিজ্যিক রাজধানী টরন্টোতে প্রতিবারের মতো বাঙালি অধ্যুষিত এলাকা ড্যান্টোনিয়া পার্কে সকাল সাড়ে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া ড্যানফোর্থস্থ বায়তুল আনাম, বায়তুল মোকারম ও মদিনা মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
কানাডার প্রতিটি বড় শহর থেকে ঈদোৎসবের খবর পাওয়া গেছে। এবারের ঈদের দিন শনি-রবি সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় আনন্দের মাত্রা আরও বৃদ্ধি পায়। কানাডার নিয়ম মোতাবেক প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ থাকায় নির্দিষ্ট স্থানে বা খামারগুলোতে কোরবানি দেওয়া হয়। এবারও তাই-ই হয়েছে।
এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রতিবারের মতো ঈদ উপলক্ষে এক ভিডিও বার্তায় সালাম বিনিময়ের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের প্রশংসা করে শুভেচ্ছা জানান।
জাস্টিন ট্রুডো বলেন, সারা দেশে এবং বিশ্বের মুসলমানদের যারা তাদের ভালবাসার মানুষদের সঙ্গে একত্রিত হচ্ছেন এবং আজ রাতে ঈদুল আযহা উদযাপন করছেন: ঈদ মোবারক! আমি আশা করি, আপনি আপনার বিশ্বাসের অনুশীলনের মাধ্যমে শান্তি এবং অর্থবহ জীবন খুঁজে পাবেন।
আপন দেশ ডটকম/ আবা