Apan Desh | আপন দেশ

মিশিগানে সুনামগঞ্জ জেলা সোসাইটির আত্মপ্রকাশ

বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯:২৮, ২৫ জুন ২০২২

মিশিগানে সুনামগঞ্জ জেলা সোসাইটির আত্মপ্রকাশ

ফাইল ছবি

প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ দেশের মানুষের জন্য মানবিক কাজ করার উদ্দেশ্যে নিয়ে যাত্রা শুরু করেছে সুনামগঞ্জ জেলা সোসাইটি অব মিশিগান। যাত্রার শুরুতেই সুনামগঞ্জ অঞ্চলের বন্যায় বিপন্ন মানুষের সাহায্যের জন্য ডলার সংগ্রহে নেমে পড়েছেন সোসাইটির সদস্যরা।

রোববার সন্ধ্যায় হ্যামট্রামিক শহরের মদিনা রেস্টুরেন্টে এ সংগঠনের আত্মপ্রকাশ। নতুন কার্যকরি কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ মুতালিব। সাধারণ সম্পাদক মৃদুল কান্তি সরকার এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হন জুবায়ের আহমেদ।

এ লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুস সামাদ। এতে বক্তব্য রাখেন হাজী আব্দুল হক, আব্দুল মালিক, হাজী আব্দুল আলীম, অধ্যাপক নজরুল ইসলাম, সৈয়দ মহি উদ্দিন, শাহ সেবুল আহমদ, শামসুল হুদা পাশা প্রমুখ। 

১৭ সদস্য বিশিষ্ট কমিটির সহ-সভাপতি হলেন- শামসুল হুদা পাশা, জাইক উদ্দিন, গকুল তালুকদার ও ইয়ান উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইজাজুল হোসাইন ও সাব্বির আহমদ। সহ-সাংগঠনিক সম্পাদক মান্না কে দাশ, প্রচার সম্পাদক অপু মিয়া, সহ-প্রচার সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক, ক্রীড়া সম্পাদক শুয়েব আহমদ, ধর্ম সম্পাদক হারুন মিয়া, সহ-ধর্ম সম্পাদক, সুমন কে দাশ, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মসুদ আহমদ।

নবাগত সভাপতি মোহাম্মদ মুতালিব বলেন, সুনামগঞ্জ অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাবে সুনামগঞ্জ সোসাইটি। কমিটি ঘোষণার পরপরই আমরা সুনামগঞ্জ অঞ্চলের বন্যাদূর্গত মানুষের জন্য ফান্ড রাইজিং শুরু করে দিয়েছি। সংগৃহীত ডলার খুব শিগগিরই দেশে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া মিশিগানে সুনামগঞ্জ প্রবাসীদের সমস্যা-সমাধানে কাজ করবে এই সোসাইটি।

আপন দেশ ডটকম/ আবা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়